শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

২ মাস অতিবাহিত হওয়ার পরও যোগদান করেননি ২ কর্মচারী

নিজস্ব প্রতিবেদকঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জ জেলার দুই উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অধীনস্থ ২ কর্মচারীকে বদলীর আদেশ দিলেও বদলীকৃত কর্মচারীরা উর্ধতন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও স্বপদে বহাল তবিয়তে থাকার অভিযোগ রয়েছে। জানা গেছে গত ১২ ফেব্রুয়ারি ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জ,শাল্লা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক কে জামালগঞ্জ উপজেলা কার্যালয়ে,ছাতক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত প্রশিক্ষক সত্যরঞ্জন দাস কে শাল্লা উপজেলা কার্যালয়ে বদলীর আদেশ দেন। বদলীর আদেশে তিনি উল্লেখ করেন ১৭ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে উক্ত ২ কর্মচারীরা ১৮ ফেব্রুয়ারি তারিখে স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অফিস আদেশের অনুলিপি মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক,উপ-পরিচালক (প্রশাসন),উপ-পরিচালক (অর্থ),সহকারী পরিচালক (প্রশাসন/অর্থ) সংশ্লিষ্ট ২ উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা হিসাবরক্ষন অফিসার ও স্বস্ব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের প্রদান করা হয়। কিন্তু বদলীর আদেশ প্রাপ্তির ২ মাস ৬ দিন অতিবাহিত হওয়ার পরও বদলীকৃত কর্মচারীরা নতুন কর্মস্থলে যোগদান করা থেকে বিরত রয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে ঐ ২ কর্মচারীর মুঠোফোনে কল করলে মোজাম্মেল হকের সংযোগ বন্ধ পাওয়া যায়। অন্যদিকে সত্যরঞ্জন দাস একাধিকবার কল পাওয়ার পরও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। অন্যদিকে ঐ ২ উপজেলায় সেবাগ্রহীতারা তাদের ন্যায্য সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন বলে সাংবাদিকদের জানান ভূক্তভোগীরা। বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে দৃষ্টি এখন সকলের।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656