শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

৫ আগস্টের পর দেশে যে ঐক্য গড়ে উঠেছে সংস্কারের মাধ্যমে সেই ঐক্য রক্ষা করতে হবে ——–সুনামগঞ্জে নাহিদ ইসলাম

Abdul Subhan
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

Abdul Subhan , শান্তিগঞ্জ থেকেঃ

সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সুনামগঞ্জে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম শুরু করেছি তা এখনও শেষ হয়নি। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম তা এখনও পাইনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। আমাদেরকে জনগণের জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মুজিব বাদী ও ফ্যাসিবাদের রাজনীতির বিলুপ্তির সংগ্রাম করেছি, কিন্ত মুজিব বাদ এখনও নানা ভাবে নানা ছলাকলায় মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। মুজিববাদকে শুধু আইনগত ভাবে মোকাবিলা করলে চলবে না, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৫ আগস্টের পর দেশে যে ঐক্য গড়ে উঠেছে সংস্কারের মাধ্যমে সেই ঐক্য রক্ষা করতে হবে।

বক্তব্যে নাহিদ ইসলাম আরো বলেন, আমরা মনে করি উচ্চকক্ষ পি আর মাধ্যমে জুলাই সনদ আটকে আছে। সংস্কারের মাধ্যমে ঐক্যমত বাস্তবায়ন করে জুলাই সনদ ঘোষণার জন্য আগামী ৩ আগষ্ট ঢাকায় আসার আমন্ত্রণ জানান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছরের দ্বারপ্রান্তে আমরা রয়েছি । আমরা এখানে যারা দাড়িয়ে রয়েছি, এখানে দাঁড়ানোর কথা না, ইতিহাস আমাদের, আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। শেখ হাসিনার বিগত ১৬ বছরের ফ্যাসিবাদের কারণে খুন,গুম,সহ নানা অনাচার রাজনৈতিক নেতৃবৃন্দ লড়াই এগিয়ে নিতে পারেন নি । কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র জনতার আন্দোলনে এক দফার গিয়ে পৌঁছে। জনগণ গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিজয় হয়। এ বিজয় জনগণের বিজয়। কিন্ত আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমরা একটি নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত না পাওয়া পর্যন্ত লড়াই চলবে।

নাহিদ ইসলাম, মাইলষ্টোন কলেজের বিমান দুর্ঘটনার প্রসঙ্গে বলেন, আমরা এমন দেশে বসবাস করি যেখানে বাসের বিমানের ফিটনেস নেই, মানুষের ফিটনেস থাকেনা, রাষ্ট্রের ও ফিটনেস থাকেনা ,শেখ হাসিনা একটি ফিটনেস বিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ফিটনেস বিহীন রাষ্ট্র রেখে যেতে পারিনা। রাষ্ট্রের মেরামত করার দরকার। এটি সংস্কারের মাধ্যমেই করতে হবে।

তিনি বলেন, সুনামগঞ্জ জেলা হাওর কেন্দ্রীক, নদী,পানি এবং কৃষির সাথে মিলেমিশে আছে। এখানে উন্নয়ন করতে হলে কৃষি ও পরিবেশ মাথায় রেখেই করতে হবে। এনসিপি নদী,পানি ও কৃষির রাজনীতি করে। সুনামগঞ্জে মরমী কবি হাসন রাজার মত মানবতাবাদী মানুষের জন্ম হয়েছে। হাসন রাজার আধ্যাত্মিক গান রয়েছে। সেই দর্শনের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে তুলব।

সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ মডেল মসজিদ থেকে পদযাত্রার সুচনা হয়ে জামাই পাড়াস্হ পুরাতন বাসস্ট্রেশন হয়ে ট্রাফিক পয়েন্ট গিয়ে শেষ হয়।
সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে আয়োজিত পথ সভায় যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জের সন্তান অনিক রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এনসিপি’র সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সুনামগঞ্জ জেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমন,যুগ্ম আহবায়ক আবু সালেহ নাসিম, শহীদুল ইসলাম, যুব শক্তির কেন্দ্রীয় নেতা ইমন দোজা, সাকিব, জিহান জুবায়ের, জহুর আলী, ফয়সাল আহমেদ,সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656