স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ পৌর শহরে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বখ্ত ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের আরফিন নগর মসজিদ প্রাঙ্গনে ৬ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বখ্ত ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখ্ত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন। এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগীরা।
ইফতার বিতরণ শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন সমাজের বৃত্তবানদের রমজান মাসজুড়ে দরিদ্র-অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।