
টাকার লড়াই
-মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী
টাকার লড়াই অবিরত
কার কি হবে
ভাবলে নাতো-
টাকার গরম
নেই লজ্জা শরম।
টাকার পাহাড় গড়বে
গাড়ী- বাড়ী ভোগ-বিলাসে
জীবন চলবে রাজার বেশে
টাকার নেশায় ঘুরছে তারা
দিগ-দিগন্তে।
টাকার নেশায় পড়ে
নিচ্ছে জীবন কেড়ে
পরকালে কি হবে
সে ভাবনা দূরে!
হালাল-হারামের বাদ-বিচার নেই
মায়া-মমতা বহুদূুু্র
টাকার নেশায় পাগলপারা
খেলছে জীবন-মরণ খেলা।
সুদ-ঘুষ হারাম
খোদার বিধান
তোয়াক্কা না করে
রংঢংয়ে কাটাচ্ছে জীবন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।