নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আজ ১লা মে শনিবার সকালে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ এর ১ হাজার ৪ শ ৭০ জন কার্ডের বিপরীতে অসহায় ও দুঃস্থদের মাঝে ৬ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,ট্যাক অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, ইউনিয়ন পরিষদ সচিব অসিম চন্দ্র কর সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। তাছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী সরকারি অর্থের সাথে নিজের ব্যক্তিগত জনপ্রতি ৫০ টাকা প্রদান করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।