
হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছে সেভ সিলেট সেভ ছাতক সংগঠনটি।
শুক্রবার (২০মে) সেভ সিলেট সেভ ছাতক সংগঠনটির পক্ষ হতে উপজেলার তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই সময় ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুমিনুল ইসলাম,শিক্ষক মাহবুব রহমান,সেভ সিলেটের ফাউন্ডার ও সিইও আয়ান মমিনুল হক, সিটি গর্ভনর আমিনুল ইসলাম রানা,সেভ সিলেটের দায়িত্বশীল মীর মাহফুজ,জাফর সারওয়ার, রুহুল আমিন জগলু,মাহি হক,লাবিব তালুকদার, ফাহিম তালুকদার, শানুর আলম।
এছাড়া ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল,ছাতকের তরুণ ব্যাবসায়ী শাওন আহমেদ,সেভ ছাতকের দায়িত্বশীল জুবায়েদ আহমেদ,সাঈদূর রহমান সাঈদ, শকুল রেজা,আক্তার মাহমুদ সহ আরো অনেক ত্রাণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।