জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি
৯ মে ২০২১ ইংরেজি জামালগঞ্জ উপজেলাধীন নোয়াগাও বাজার ভীমখালী,অস্থায়ী কার্যালয়ে উদ্ভাবন সমাজ কল্যান সোসাইটির পক্ষ থেকে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্তিত ছিলেন , ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সালিশ ব্যক্তৃিত্ব জনাব আক্তারুজ্জামান শাহ, ও নোয়াগাও বাজার তদারক পরিচালনা কমিটির সসম্পাদক রেজাউল করিম কাপ্তান,
এতে উপস্থিত ছিলেন।
এছাড়া অত্র সংগঠনের সভাপতিঃ শের আলম, সহ সভাপতিঃনিজাম উদ্দিন
সাধারন সম্পাদকঃ ইব্রাহিম শাহ
যুগ্ম সম্পাদকঃ আলী আজাদ
সাংঠনিক সম্পাদকঃ সুজল আহমেদ
সাংঠনিক সম্পাদকঃ আক্তারুজ্জামান
প্রচার সম্পাদকঃ তাহের মিয়া
প্রচার সম্পাদকঃ মুস্তাক আহমেদ
দপ্তর সম্পাদকঃ ইরফাত হোসেন
নির্বাহী সদস্য রেদুয়ান ,আলামিন,
সালাউদ্দিন,জায়েদ, মাহমুদল, প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।