
হাওড় বার্তা
শহিদুল ইসলাম রেদুয়ান: স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষ ও যানবাহন চলাচলের গুরত্বপূর্ন রাস্তা ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসমুড়ারা গ্রামের পুর্ব দিকে সাংগাই হাওড়ের দক্ষিণ পাশের সড়কটি ভেঙ্গে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকায় জনসাধারণকে। রাস্তার বিভিন্ন জায়গায় খাল-খন্দক সৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। অনতিবিলম্বে রাস্তাটি মেরামত করে চলাচল উপযোগী করার জন্য জোর দাবী জানিয়েছে এলাকাবাসীর।
সরেজমিনে দেখা গেছে, ওই সড়কটির অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। সড়কের একটি নির্দিষ্ট জায়গা অনেকবার ভাঙলেও কর্তৃপক্ষ তেমন কোন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি। সড়কটিতে ভারী যানবাহন ও মানুষের চলাচল নিয়মিত বিষয়। এখন কোন ভারী যানবাহন চলাচল করতে পারছে না।
গণমাধ্যমকর্মী জাকির হোসাইন বলেন, জয়সিদ্ধি থেকে পাথারিয়া বাজার পর্যন্ত ৪কিলোমিটার সড়কটি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ভেঙ্গে যাওয়া ফলে বিপাকে পড়েছে এলাকার জনসাধারণ! এই রাস্তা দিয়ে জয়সিদ্ধি,বসিয়াখাওরি বড়মোহা, নয়াগাঁও, কাশিপুর,নারায়নকুড়ি দুর্বাকান্দা,আসামমুড়া সহ পার্শ্ববর্তী এলাকার ৪০/৪৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা! এই সড়ক দিয়ে সাংগাই হাওড়ের প্রায় ৩ শতাংশ বোরো চাষিরা কৃষিকাজের জন্য যাতায়াত করে। সড়কটি দীর্ঘদিন যাবৎ ভেঙে রয়েছে। এতে করে সাধারণ মানুষকে যাতায়াতের জন্য চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এই বিষয় ইউপি সদস্য রুশন আলী জানান, ঐ সড়কটি এখন অনেক ঝুঁকিপূর্ণ। এলজিএসপি’র টাকা দিয়ে ইতিপূর্বে তিন থেকে চারবার রাস্তাটি মেরামত করা হলেও তেমন কোন ফল পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন বলেন, রাস্তাটির ভাঙ্গনের জায়গায় নদীর পানি বৃদ্ধির ফলে প্রতিবছর ভেঙে যায়। ইতিপূর্বে নিজস্ব অর্থায়নে রাস্তাটি কয়েকবার মেরামত করা হলেও ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা যায়নি। কিন্তু আমরা সামনে উদ্যোগ নিয়েছি ভাঙ্গনের জায়গাটিতে ৪ কিলোমিটার গার্ডওয়াল বা সিসি বল্ক দিয়ে বেঁধে রাস্তাটিকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করবো।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী জানান, রাস্তার ভাঙ্গনের কথাটি আমার জানা আছে। সামনে এলজিইডি'র টেন্ডারে রাস্তা মেরামতের প্রকল্প গ্রহন করা হবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।