
আহ্বান
শাহরিয়ার আহমদ আকিক
মিছে কেন মুখে বল বিশ্ব মানবতা পূর্ণ
আমি তো খালি চোখে দেখি এসব শূন্য।
গোলাবারুদ রকেট মিসায়েল অস্ত্রের ক্ষেপণ
ঝাঁকে ঝাঁকে আজ হচ্ছে বিস্ফোরণ।
ফিলিস্তিনের আকাশ বাতাসে কেন?
আজ এই কালো মেঘের ভারী বর্ষণ।
শিশু নারী পুরুষ বৃদ্ধা করে কেন?
নিরদ্বিধায় বুকের রক্ত দান আর পণ।
মুসলিম উম্মাহর আল আকসা
রক্ষায় ঝরবে কত আর প্রাণ?
প্রতিনিয়তই চলছে দেখো অমানবিক
ধ্বংস হত্যা নিপিড়ন আর নির্যাতন।
যেখানে বিপদগ্রস্ত মুসলিম আর্তনাত
প্রাণনাশ কিংবা অমানবতর জীবন মান।
সেখানে আজ বিশ্ব মানবতার নেই অবস্থান
উগ্রবাদী আর যুদ্ধবাদী বিশ্ব মোড়ল কর প্রত্যাখ্যান।
মিত্রদের মিত্রতা অক্ষুণ্ন আছে কতখানি?
দূরসময়ে কেবল বুঝা যায় তার মানি।
আমি বিশ্ব মুসলিম কে করি আহ্বান
ইসলামের সপক্ষে রাখো বলিষ্ঠ অবদান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।