
জমেছে খেলা সারাটা বেলা নেই যেন অবসর।
ব্যস্ত সবাই সময় যে নাই কেবা দেখিবে কার।
কাজ যে বাঁকি দিওনা ফাঁক সময় যাচ্ছে বয়ে,
কত জ্বালাতন বাঁকা আচরণ সব যেতে হবে সয়ে।
কে যে আপন খোঁজ তারে মন নইলে বাড়িবে বিপদ,
দাও গো ছেড়ে ডেকোনা তারে যাহারা ভাবিছে আপদ
হাত পা তুলে বসে থাকিলে তোমার দিন কি যাবে,
আপন ভেবে রইলে ভবে তার দ্বারা কি বা হবে ?
স্বল্প জীবন ছাড়িবে ভুবন মনে রেখে করো কাজ,
সময় গেলে সব হারাল কি কাজে লাগিবে সাজ,
শেষের দিনে কাজের বিনে কি করে বাইবে তরি ?
লাভ হবেনা পার পাবে যতো করো ধরা ধরি
বোঝেনা মানুষ কবে হবে হুশ চিরকালই যাহা চাই,
এমনি ভাবে মরণ আসিবে দেখিবে সময় নাই,
চলে যায় বেলা করোনা হেলা জগতের করো ভালো,
বসে না থেকে থেকোনা বেঁকে দুর করো সব কালো।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।