
হাওড় বার্তা
২০০৫ সালের ২০মে জন্মগ্রহণ করেন অথৈ মুখার্জি । সবার কাছে সে অথৈ নামেই পরিচিত। অথৈয়ের লেখার মানটি আশ্চর্যজনক। মাঝে মাঝে তিনি কবিতা লেখেন। কখনও কখনও তিনি টিকটকে ভিডিও বানান. তার গলার স্বর এক কথাই অসাধারণ । মাঝে মাঝে সে অনেক মজার গানও গায়। তাই আমরা তাকে একজন সংগীত শিল্পীও বলতে পারি । তাঁর গাওয়া কণ্ঠটি দুর্দান্ত। তিনি খুব ভাল মানুষ। তিনি তার সম্প্রদায়ের লোকদের সাথে খুব পরিচিত।
তার লেখা একটি কবিতা
আমরা নারী আমরা পারি -অথৈ মুখার্জি
আমরা নারী আমরা পারি,
পুরানোকে ধ্বংস করতে।
আমরা নারী আমরা পারি
নতুন বিশ্ব সৃষ্টি করতে।
আমরা নারী আমরা পারি
সমাজের হাল ধরতে,
আমরা নারী আমরা পারি
শত বাধা রুখে দিতে।
আমরা নারী আমরা পারি
পুরুষ কে জেতাতে,
আমরা নারী আমরা পারি
বিপদে রনচন্ডী রুপ ধরতে।
জন্মদিনের শুভেচ্ছা রইলো আরও সামনে এগিয়ে যাও অথৈ মুখার্জি
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।