সৌদি আরবের মদিনায় চলতি বছরের পবিত্র হজ্ব পালন করতে গিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার নুরুল আমিন নামে এক বাংলাদেশি হজ্ব যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
হজ্ব যাত্রী নুরুল আমিন এর গ্রামের বাড়ির প্রতিবেশি ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব কার্যনির্বাহী সদস্য সৌদি-প্রবাসী মোঃ নাছির উদ্দিন জানান, গত ১৫ জুন বৃহস্পতিবার বিসমিল্লাহ ট্র্যভেল এজেন্সির মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্টে থেকে হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আসেন।
মদিনা মনোয়ারা রওসুলের রওজা মোবারক জেয়ারতে আসেন।
আজ ১৭ জুন হোটেল থেকে মদিনা হেরামে ফজর নামাজ পড়তে গেলেও এ গ্রুপের সবাই হোটেলে ফিরলেও নুরুল আমিন নামে এ হজ্ব যাত্রী এখনও ফিরেনি।
।যোগাযোগ,,,,
আবু আনোয়ার
0546843238/// 0576370819
মোঃ নাছির উদ্দিন-
055768569
বাংলাদেশ এর নম্বর 0088-01817-740462
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া