রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : এগারো পেরিয়ে বারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলার রাজস্থলীতে আলোচনা সভার মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এশিয়ান টিভির রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, হারাধন কর্মকার, মিন্টু কান্তি নাথ, নুসরাত জাহান নিশু, মিজবাউল ইসলাম, চাইথোয়াইমং মারমা, উচাপ্রূ মারমা,আইযুব চৌধুরী সহ আরও অনেকে। বক্তারা এশিয়ান টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয় ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।