নিজেস্ব প্রতিবেদক: সোমবার (১২ই আগস্ট) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা'র কনফারেন্স হলে ফাজিল ও আলিম নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
'মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু সালেহ মোহাম্মদ আব্দুস ছোবহান সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা'র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা আব্দুস সালাম আল-মাদানী সাহেব।
আল ফজল ছাত্র সংসদের এ.জিএস হাফিজ আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শুভ এর যৌথ পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জামিল আহমেদ , ইসলামি সংগীত পরিবেশন করেন মানসুর আহমদ সাগর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল ফজল ছাত্র সংসদের জি.এস জাবের আহমেদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু সাইদ সজিব ও মঞ্জুরুল ইসলাম তালহা।
আল ফজল ছাত্র সংসদের থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভি.পি আবুল হাসান মো আদনান ও সমাপনী বক্তব্য রাখেন এভি.পি আবু বকর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদর উদ্দিন ইসহাক আল মাদানি, অত্র মাদ্রাসা'র সহকারী অধ্যাপক মাওঃ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, সহকারী অধ্যাপক মুফতি মুয়ীনুল হক মুমিন সাহেব আল ফজল ছাত্র সংসদের সাবেক ভি.পি হাফিজ রফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা'র সহকারী অধ্যাপক জনাব দ্বীন ইসলাম, প্রভাষক (ইংরেজি) জনাব রাজিবুর রহমান, প্রভাষক (আরবি) মাও: ওয়ালি উল্লাহ, সহকারী শিক্ষক মাওঃ শহীদুল ইসলাম মোশাররফ, জনাব শাহজাহান, জনাব জামাত উল্লাহ, জনাব মইজ উদ্দিন, জনাব জাকির হোসেন, মাওঃ শামসুল ইসলাম, জনাব আব্দুল হাকিম, রাসেদা বেগম।
গোবিন্দগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাজমহলের স্বত্বাধিকারী জনাব ছাদ উদ্দীন। আল ফজল ছাত্র সংসদে এর সাহিত্য সম্পাদক মমিনুল হক, অর্থ সম্পাদক মুজাম্মিল হক মুবিন, প্রচার সম্পাদক ফরহাদ আহমদ রাসেল, সহঃ প্রচার সম্পাদক আবু সুফিয়ান কিবরিয়া ও মহিলা সম্পাদিকা হুমায়েরা আক্তার জামিয়া সহঃ মহিলা সম্পাদিকা আদিলা সুলতানা,প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।