শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শান্তিগঞ্জে পোনামাছ অবমুক্ত। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে ৪শত ৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার(২৭ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ডাবর ব্রীজ সংলগ্ন মহাসিং নদীতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সামছুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খানম, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মারুফ, মুর্শেদ, রাহেল আহমদ, জাকির হোসেন ও শহিবুর রহমানসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656