


এম.ইব্রাহীম বিন আশ্রাফী
স্টাফ রিপোর্টার: ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের বৃহত্তর কুরশীতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ,তালামীযে ইসলামিয়া ও বৃহত্তর কুরশী লতিফিয়া উলামা পরিষদের যৌথ উদ্যেগে কুরশী ইসলামপুর দাখিল মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে মুবারক র্যালী,আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহত্তর কুরশী লতিফিয়া উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কয়েছ আহমদের পরিচালনায়,আনজুমানে আল ইসলাহ আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ ক্বারী মঈন উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পশ্চিম সিলেটের গৌরব সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপিঠ ঐতিহ্যবাহি বুরাইয়া কামিল (এম.এ) মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কুরশী ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুফতি রশিদ আহমদ,দক্ষিণ কুরশী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান,দক্ষিণ কুরশী নতুন পাড়া জামে মসজিদের ইমাম মৌলভী ক্বারী আব্দুল কদ্দুস।
র্যালী পুর্বে বক্তব্য রাখেন আল ইসলাহ আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা কবির আহমদ ফিরোজ,সাধারণ সম্পাদক ডাঃ আহমদ আলী,তালামীযে ইসলামিয়া আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক ক্বারী শাহেদ আহমদ,অর্থ সম্পাদক ক্বারী ফয়জুন নুর,আল মদিনা ইসলামিক দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জসিম উদ্দিন।
এসময় মাহফিলে উপস্থিত ছিলেন আল-ইসলাহ আঞ্চলিক শাখার সদস্য এন. এস.ঈসমাইল আলী,আজর আলী,তালামিযে ইসলামিয়া আঞ্চলিক শাখার সদস্য হাঃ ক্বারী পাবেল আহমদ,ক্বারী সাজ্জাদ নুর,ক্বারী লায়েছ আহমদ,উত্তর কুরশী কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম হাঃ আকবর আলী,মোহাম্মদগন্জ বাজার মসজিদের ইমাম হাঃ ক্বারী জুবায়ের আহমদ সহ বৃহত্তর কুরশী লতিফিয়া উলামা পরিষদ,আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া’র সদস্য বৃন্দ।
মোবারক র্যালী ও আলোচনা মাহফিলে বৃহত্তর কুরশীর সকল প্রতিষ্ঠানের শিক্ষকগন,শিক্ষার্থীগন ও এলাকার সকল মুসলিম উম্মাহের উপস্থিতে অনুষ্ঠান সম্পন্ন হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

