
শরীফ উদ্দিন
বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্তৃক সমাজের অবলাঞ্চিত হত-দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দুইদিন ব্যাপী ২০ ও ২১ জানুয়ারি তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক নারী ও পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে করেন সংগঠনের স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের স্বেচ্ছাসেবক সাঈমন ও সাব্বির বলেন' আমাদের লক্ষ্য ছিল শীতকালীন মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষদের কিছুটা উষ্ণতা প্রদান করা। সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। এবং আমরা প্রতিনিয়ত জনকল্যাণমুখী কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য সচেষ্ট থাকব।
সমাপনী বক্তব্য শরীফ হোসাইন মিজান বলেন,"আমরা বিশ্বাস করি মানবিকতার চর্চা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়। সুনামগঞ্জ উন্নয়ন ও গবেষণা সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষদের সাহায্য করার ক্ষুদ্র প্রচেষ্টা এটি। আমরা সকলের সহযোগিতায় বৃহৎ উদ্যোগ নিতে চাই।"
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।