শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

এমসি কলেজে দিনব্যাপী সাংবাদিকতা কর্মশালা ও সনদ বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সিলেটের ঐতিহ্যবাহী প্রচীন বিদ্যাপীঠ এমসি (মুরারিচাঁদ) কলেজ রিপোর্টার্স ইউনিটির আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ই ফেব্রুয়ারি) রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি (মুরারিচাঁদ) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

তিনি বলেন সাংবাদিকতা করার জন্য আপনাকে যেকোনো বিষয়ে পুরোটা জানতে হবে, বুঝতে হবে। আমি যেই বিষয়টা লিখি, সেইটার বিশ্লেষণ আছে কি না, সেটা দেখতে হবে। তাহলে হবে জার্নালিজম। সুতরাং সাংবাদিকতা হতে হবে বিশ্লেষণমূলক। এতে করে আপনারা নিজের লক্ষ্য পৌঁছাতে পারবেন। আপনারা যারা দিনব্যাপী এই কর্মশালা করেছেন, আশা করি ভালো কিছুই শিখেছেন বিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা। আমরা আশা রাখি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি মুরারিচাঁদ কলেজের সাফল্য ও অগ্রগতি তুলে ধরতে পূর্বের ন্যায় কাজ করে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, প্রথম আলো সিলেটের ব্যুরো চিফ সুমন কুমার দাশ, আজকের পত্রিকার সিলেটের ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব এ রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা।

কর্মশালায় এমসি কলেজের ২শতাধিক প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ ও রিপোর্টার্স ইউনিটির সাবেক ৩জন সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656