শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৯নং কাঠইর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শুধু আনন্দের সময় নয়, এটি আমাদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার একটি সুবর্ণ সুযোগ। এই বিশেষ সময়ে আমরা যেন একে অপরকে সহানুভূতি ও সমর্থন দিয়ে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করি। আল্লাহ তায়ালা আমাদের সেই তাওফিক দান করুক আমিন।

উল্লেখ্য, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা মঈনুল হক মুমিন কাঠইর ইউনিয়নের ঘোলেরগাঁও গ্রামের মরহুম মাওলানা আব্দুল ওয়াহিদ (রহ.) এর দ্বিতীয় পুত্র। তিনি পশ্চিম সিলেটের প্রাচীন দ্বীনী বিদ্যাপীঠ গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি গোবিন্দগঞ্জ কলেজ মসজিদের খতিব হিসেবে দীর্ঘ দিন যাবৎ নিয়োজিত রয়েছেন।

তাছাড়া তিনি সর্বদলীয় উলামায়ে কেরামগণের সমন্বয়ে গঠিত ইত্তেহাদুল উলামা পরিষদ সুনামগঞ্জ’র সহ সভাপতি ও মানবিক ফাউন্ডেশন কাঠইর ইউপি সদস্য, তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় ঐক্য, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সবার জনপ্রিয়তা অর্জন করেছেন।

নির্বাচন প্রসঙ্গে বলেন, ১৭টি গ্রাম ও ১১,১৫৬ জনসংখ্যা নিয়ে গঠিত  কাঠইর ইউনিয়ন যা সদর উপজেলার পাশ্ববর্তী হয়েও এ অঞ্চলের শিক্ষার হার মাত্র ৩৬%। যা বর্তমান শিক্ষার অবস্থান বিবেচনায় অত্যন্ত দুঃখজনক। তাছাড়া একটি উচ্চ বিদ্যালয় ব্যতিত নেই কোন ভালো স্কুল, কলেজ কিংবা মাদ্রাসা শিক্ষার সু ব্যবস্থা। আমি সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে পিছিয়ে পড়া হাওড়অঞ্চলের মানুষের জনদূর্ভোগ মুছনের লক্ষ্যে আগামী ইউপি নির্বাচনে কাঠইর ইউনিয়নের জনগণের দোয়া ও সর্মথনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে এ অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নমূলক কাজে অগ্রণী ভুমিকা রাখব ইনশাআল্লাহ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656