শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী যুবলীগ নেতা গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে শহিদ মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শহিদ মিয়া শান্তিগঞ্জ থানা এলাকার শিমুলবাক ইউনিয়নের হাফিজুর রহমানের পুত্র। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সুলেমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শহিদ মিয়াকে আটক করা হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656