


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে বজ্রপাতে আমির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আমির হোসেন লিয়াকতগঞ্জ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র এবং বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৮মে) দুপুরে আমির হোসেন হাওড়ে কৃষিকাজে ব্যস্ত পিতার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা নিহত ছাত্রের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

