শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সাংবাদিকতার অগ্রযাত্রায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) বিকাল ৪টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জ বাজারস্থ মহান মার্কেটে প্রেসক্লাব সভাপতি আবু সঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ছাদিকুর রহমান আতিক, অর্থ সম্পাদক ওবায়দুল মুন্সী, প্রচার সম্পাদক: আব্দুল সুবহান খালেদ, প্রমুখ।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও পেশাদারভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের অংশগ্রহণে গঠনমূলক মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন সভাটিকে প্রাণবন্ত করে তোলে।

তাছাড়া সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নে সংবাদ মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656