ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিদেশ থেকে পরিচালিত রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং এনসিপি নেতা ইউনুস সরকারকে সামাজিক মাধ্যমে কটাক্ষ করার প্রতিবাদে ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন এলাকায় এনসিপি (ন্যাশনাল কনজারভেটিভ পার্টি) এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াতপন্থী কিছু ব্যক্তি মারুফ আহমেদ, সৈয়দ ফায়েদ আলী, মো. ময়নুল ইসলাম, মো. রেজাউল করিম, ফয়সাল আহমেদ আবির ও হাসিবুর রহমান বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনুস সরকার ও এনসিপির বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও কটাক্ষ করে আসছে।
বক্তারা অভিযোগ করেন, এই গোষ্ঠী আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত এবং প্রবাস থেকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরও জানান, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এনসিপি নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসীও হুমকির মুখে পড়ছেন। তারা এসব ষড়যন্ত্রকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা এনসিপির সহ-সভাপতি স্বপন তালুকদার এবং সমন্বয়কের দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির সহ-সভাপতি জুবায়ের আহমেদ, সহ-সম্পাদক শিব্বির আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবরার ফাহাদ এবং দলের অন্যান্য নেতাকর্মী, যাদের মধ্যে ছিলেন ইমরান, মাবরুরসহ আরও অনেকে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।