তাজিদুল ইসলাম : ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামে এতিম ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ কর্মসূচিতে FW Future World-এর অর্থায়নে এবং চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট বিডির সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুজ্জামান শামীমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
এসময় সংগঠনের কর্মী আশিক মিয়া, মুকিত মিয়া ও আলী মাহবুব খাদ্য বিতরণকালে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে নুরুজ্জামান শামীম বলেন “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তবে কোনো মানুষকেই অনাহারে থাকতে হবে না।
সহায়তা পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন এবং FW Future World ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।