সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩সেপ্টেম্বর) ২০২৫ খ্রিঃ দিবসটি পালন উপলক্ষে সকালে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় নাসিরনগর সরকারী কলেজ সন্মুখস্থ চেয়ারম্যান মার্কেটে। পরে সকল মিছিল একত্রে বেলা ১ টায় দি২১কে চেয়ারম্যান মার্কেট থেকে হাজার হাজার লোক এমএ হান্নানের নেতৃত্বে মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এসে ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ সভাপতি ইব্রাহিম ভুইয়া রেনু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ কাদির মিয়া ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি এ কেএম খালেদ,নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পা্দক মোঃ মাহে আলম, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া । এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান,বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী,গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল আহমেদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ইকবাল হাসান, এম এ বাক্কি, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া, মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল বেগম প্রমুখ।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।