স্টাফ রিপোর্টার: দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সাত্তার মিয়া,শিক্ষক প্রতিনিধি মাওলানা রুহুল আমিন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
প্রধান অতিথি গোলাপ মিয়া বলেন, শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে বিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন,শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের ভূমিকা অনন্য। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠদানে মনোযোগী হতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।