শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: “সমন্বিত উদ্যোগ—প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইকবাল হাসান, থানার ওসি (তদন্ত) ইরফান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক সোহেল তালুকদার, হোসাইন আহমদ, নাজির মো. আবু বকর সিদ্দিক, এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদসহ স্থানীয় ফায়ার সার্ভিস সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656