


শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তারের বিরুদ্ধে নানা দুর্নীতি, প্রকল্পের টাকা আত্মসাত ও ইউপি সদস্যদের প্রতি অসদাচরনসহ নানা অভিযোগ এনে একই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ১৫ অক্টোবর এই অভিযোগ দেয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২-২০২৩ অর্থ বছরে ইউপি কার্যালয়ের আসবাবপত্র ক্রয়ের একটি প্রকল্পের ১ লাখ ৩৬ হাজার টাকা পকেটস্থ করেন। এই টাকায় এখনো পর্যন্ত কোনো আসবাপত্র ক্রয় করা হয়নি। আবার একই অর্থ বছরে পরিষদের ইউপি সদস্য কোনো কিছু না জানিয়ে এবং কোনোরুপ মিটিং না করে একক ক্ষমতা বলে এডিপির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ বিতরণ প্রকল্পের ৩ লাখ ৮৪ হাজার ২শ টাকা ও একই অর্থ বছরে ইউপি এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে রাস্তা রিং পাইপ স্থাপন প্রকল্পের ৩ লাখ টাকার প্রকল্প দুটির কোনো কাজ বাস্তবায়ন করেননি। কিন্তু প্রকল্পের সকল টাকা চেয়ারম্যান উত্তোলণ করে আত্মসাত করেন। শুধু তাই নয়, ২০২৩ -২০২৪ অর্থ বছরে ইউপি এলাকায় জলাবদ্ধতা নিরসনে রাস্তায় রিং পাইপ স্থাপন প্রকল্পের আরো ৩ লাখ টাকা আত্মসাত করেন। এছাড়া ২০২৪-২০২৫ অর্থ বছরে এলজিএসপির বরাদ্দকৃত ১৬ লাখ টাকার উন্নয়নমুলক প্রকল্প বাস্তবয়নের বিষয় চেয়াম্যানের কাছে জানতে চাইলে সকল ইউপি সদস্যদের প্রতি তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং এই প্রকল্প বাস্তবায়নের কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে ২০২৩-২০২৪ অর্থবছরে সাকলাইন নামক লোকের মাধ্যমে ইউপি ট্যাক্স উত্তোলণ করা হয়। ওই টাকা হতে চেয়ারম্যান ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত করেন। আবার ২০২৪-২০২৫ অর্থ বছরে আদায়কৃত টাকার কোনো হদিস পাওয়া যায়নি বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও আরো নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার জানান, অভিযোগতো দিতেই পারে দেউক। আমি আসতেছি পরে কথা বলব।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ১১ ইউপি সদস্যদের অভিযোগ পেয়েছি। অভিযোগটি জেলা প্রশাসক স্যারের কাছে পাঠিয়েছি।
জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ না করায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

