নিজেস্ব প্রতিবেদক :সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজে কর্মরত প্রভাষক (ইংরেজি) জোস্না বেগম সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।
সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষটি প্রকাশ করে তার সহধর্মিণীর সুখবরটি প্রকাশ করেন। উত্তর সুরমার প্রথম মহিলা ও গর্বিত বিসিএস ক্যাডার জোস্না বেগম। ক্যাডার পরিবর্তন করার সুযোগ পেলেও তিনি শিক্ষাকেই জীবনের ব্রত হিসাবে বেছে নিয়েছিলেন ।ছাত্রজীবনে প্রখর মেধাবী ও সংগ্রামী নারীর উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। সুনামগঞ্জ সদর উপজেলা সুরমা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মরহুম মোঃ আব্দুল গনি ও সালেহা খাতুনের ৮ম সন্তান জোস্না বেগম। পরিবারে ৮ ভাইয়ের একমাত্র বোন জোস্না বেগম সকলের নয়নমণি। ১৯৮৬ সালে জন্মগ্রহণ করা জোস্না বেগম সকলের আদর ও স্নেহে বেড়ে উঠেন। পিতা আব্দুল গণি’র নিকট আরবি শিক্ষার মাধ্যমে শিক্ষার হাতেখড়ি। প্রাথমিক শিক্ষার পূর্বেই পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত শিখেন । ১৯৯২-১৯৯৬খ্রি. মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন তিনি। ১৯৯৭-২০০১ খ্রি. ব্যাপী ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা মিরেরচর থেকে মাধ্যমিক পর্যায় সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ নম্বর পেয়ে দাখিল পরীক্ষা পাশ করেন ২০০২ খ্রি:। সিলেট সরকারি মহিলা কলেজ থেকে ২০০২-২০০৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪.০০ পেয়ে মেধাবৃত্তিসহ কৃত্তিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০০৮ সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক এবং ২০০৯ সালে স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেন । ৩৩ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ইংরেজি বিষয়ে মেধা ক্রম ২৬ তম অবস্থানে উজ্জ্বল স্বাক্ষর রাখেন তিনি। পেশা জীবনের প্রথম কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। বর্তমান কর্মস্থল মুরারিচাঁদ কলেজ (এমসি) সিলেট। এই কলেজেও সবাইকে তাক লাগিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে গুডওয়ার্ক অ্যাপ্রিসিয়েশন এওয়ার্ড লাভ করেন।
স্বামী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে তাদের সুখের সংসার।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।