শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :'দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি' প্রাণী সম্পদে হবে উন্নতি' আমিষেই শক্তি, আমিষেই মুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রাণিসম্পদ মেলা প্রদশর্নীর উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
২৬ নভেম্বর বুধবার সাড়ে এগোরোটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রাণী সপ্তাহের প্রদর্শনী মেলাটি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম। ভেটেনারি সার্জন ডা: মুকিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ সহ গ্রামগঞ্জ থেকে আসা অনেক খামারি উপস্থিত ছিলেন।
এদিকে প্রাণী সপ্তাহ উপলক্ষে একটি র্যালী করা হয়েছে। উপজেলা পরিষদ থেকে র্যালীটি শুরু করে শহীদ মিনারে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।