


শহিদুল ইসলাম রেদুয়ান : মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীলতা বিকশিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। এসময় শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মোজ্জাম্মেল হক, প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও বিজয়ের চেতনা ফুটে ওঠে। কুইজ প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের অবদান এবং জাতীয় অর্জন বিষয়ক প্রশ্ন রাখা হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

