


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ দোয়ারাবাজার উপজেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা জোবায়ের আহমেদ।
শুক্রবার (১২ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সাক্ষর অনুমোদিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নব নির্বাচিত সহ-সভাপতি জোবায়ের আহমেদ দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে শিক্ষার্থীদের অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এবং কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও ছাত্ররাজনীতিতে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে।
এ বিষয়ে জোবায়ের আহমেদ বলেন,“বাংলাদেশ ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগকে আরও শক্তিশালী করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
উল্লেখ্য, কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহফুজুর রহমান,তানভীর হাসান,সাইফুল ইসলাম,আরিফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন,শাকিল আহমেদ,রাশেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,সোহেল রানা,নাজমুল ইসলাম,আল-আমিন,সাদ্দাম হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক,তৌহিদুল ইসলাম,পারভেজ আহমেদ,মাহিন খান,দপ্তর সম্পাদক,ফারুক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম,অর্থ সম্পাদক কামরুল হাসান,শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক,রাকিবুল ইসলাম,ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, জাকির হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান,পরিবেশ বিষয়ক সম্পাদক, শামীম আহমেদ, নারী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সদস্য সুমন মিয়া, রুবেল আহমেদ, আরিফুল ইসলাম, নাসির উদ্দিন, শাকিল হোসেন, তুহিন আহমেদ, রাকিব হাসান, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, মামুন মিয়া, ইমতিয়াজ আহমেদ, শামীম হোসেন, সাদিকুল ইসলাম।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

