শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় 

অয়ন সরকার
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি 

খুলনার ডুমুরিয়ায় পেশাজীবি সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। উক্ত অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন উক্ত ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ বিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ মোড়ল। সার্বিক দিক নির্দেশনা দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাপ্পী, এবং সারাদিন ব্যপি মাঠ পর্যায়ে সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম লিপু।

উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে কর্মরত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকগণের মধ্যে ইয়াছিন মোল্লা, অয়ন সরকার, মোঃ সোহান ফকির,মোঃ আনিসুর রহমান রাজ, শফিকুল ইসলাম রানা,আজিজুল গাজী প্রভৃতি। সারাদিন ব্যাপী দুইশত পঞ্চাশ জনের অধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ রক্তের গ্রুপ নির্ণয় করেন।

আয়োজকরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করে থাকেন। এর মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় এর পর প্রত্যেককে কার্ড প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা যে কোনো সময় কারো প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656