শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি সুহেল গ্রেফতার 

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে ৩ বছর পালিয়ে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

তার নাম সুহেল মিয়া (২৬)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মখলিছ মিয়ার ছেলে ও বর্তমানে সদর ইউনিয়নের নরশিংপুর গ্রামের বাসিন্দা।

গেল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় পার্শ্ববর্তী জগন্নাথপুর থানার কেউনবাড়ি বাজারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া, দায়রা-৯৮২/১৮ নাম্বার মামলায় ৬ মাসের কারাদন্ড, সাথে ১০ লক্ষ্য টাকা অর্থদন্ডও দেন বিজ্ঞ আদালত।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই আফতাবুজ্জামান রিগ্যান বলেন, উভয়দন্ডে দন্ডিত এ আসামি পালিয়ে বেড়াচ্ছিল সে। দীর্ঘ তিন বছর পালিয়ে থাকার পর, বুধবার রাতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656