রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ছাতকে বৃহত্তর কুরশী লতিফিয়া উলামা পরিষদ গঠন:

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪২৫ বার পড়া হয়েছে

এম.ইব্রাহীম বিন আশ্রাফী স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুরশী গ্রামে স্থানীয় মাওলানা, হাফিজ ও ক্বারী সাহেবগনদের নিয়ে লতিফিয়া উলামা পরিষদ গঠনের লক্ষে ৬ অক্টোবর ২০২১ ইংরেজি রোজ বুধবার সকাল ১০ঃ৩০ মিনিটে স্থানীয় কুরশী ইসলামপুর দাখিল মাদ্রাসায় মাওলানা মিজানুর রহমান সাহেবের সভাপতিত্বে ও হাফিজ খলিল আহমদ আব্বাসী’র সঞ্চালনায় এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ লায়েছ আহমেদ ও হামদে পাক পরিবেশন করেন ক্বারী এনামুল হক।

সভায় সকলের আলোচনা সাপেক্ষে পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে সর্ব সম্মতিক্রমে স্থানীয় সিনিয়র আলিম উলামাদেরকে পরিষদের উপদেষ্টা নির্বাচিত করে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়।

নিম্নে উপদেষ্টা মন্ডলীগনের নামঃ
মাওলানা শানুর আলী
মাওলানা রশিদ আহমদ
মৌলভী ছুরাব আলী
ক্বারী আহমদ আলী
মাওলানা কবির আহমদ
মাওলানা মিজানুর রহমান,
ক্বারী আব্দুল লতিফ
হাফিজ আজিজুর রহমান
ক্বারী শাহ আলী তারেক
মৌলভী শামসুল ইসলাম, ক্বারী কামাল উদ্দিন
হাফিজ ক্বারী সুজন আহমদ
ক্বারী ডাঃ আহমদ আলী
মাওলানা ফখর উদ্দিন
হাফিজ আবুল হাসান মোঃ নোমান
হাফিজ তারেক মনোয়ার
হাফিজ ফয়জুল ইসলাম
হাঃক্বারী হোসাইন আহমদ কাজল

কার্যকরী কমিটি
সভাপতি:
মাওলানা রুবেল আলম মাহমুদ
সহ-সভাপতি:
মাওলানা ইব্রাহিম বিন আশ্রাফী
মাওলানা হেলাল আহমদ
ক্বারী কাওছার আহমদ
মাওলানা শরীফ উদ্দিন
ক্বারী মজলু মিয়া
হাফিজ আছলম আলী।

সাধারণ সম্পাদক:
মাওলানা কয়েছ আহমেদ
সহ-সাধারণ সম্পাদক:
মাওলানা জসিম উদ্দিন
হাফিজ লায়েছ আহমদ।

সাংগঠনিক সম্পাদক:
হাফিজ খলিল আহমদ আব্বাসী
সহ-সাংগঠনিক সম্পাদক: হাফিজ মঈন উদ্দিন
ক্বারী ফয়জুন নুর।

অর্থ সম্পাদক:
হাফিজ কাওছার আহমদ

প্রচার সম্পাদক:
ক্বারী শাহেদ আহমদ
সহ প্রচার সম্পাদক:
ক্বারী জাকির আহমদ।

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক:
ক্বারী আক্তার বিন নুর

সমাজ কল্যাণ সম্পাদক: ক্বারী জাহেদ আহমদ
সহ সমাজকল্যাণ সম্পাদক: হাফিজ উকিল আলী

তথ্য ও গবেষণা সম্পাদক: মাওলানা আব্দাল হোসেন

অফিস সম্পাদক: ক্বারী হাসান আহমদ
সহ অফিস সম্পাদক: কাওছার আহমদ

নির্বাহী সদস্য:
ক্বারী এনামুল হক
ক্বারী আনোয়ার হোসেন
হাফিজ ক্বারী জাবেদ আহমদ
ক্বারী হাফিজুর রহমান
হা.ক্বারী ছালেহ আহমদ
ক্বারী মারুফ আলম
ক্বারী জসিম উদ্দিন
ক্বারী আব্দাল হোসেন
ক্বারী দিলোয়ার হোসেন
হাফিজ ক্বারী মুর্শেদ আহমদ
হাফিজ ক্বারী আব্দুল্লাহ আল হাদী
হাফিজ জাকারিয়া আহমদ
ক্বারী রফিক আহমদ
ক্বারী আল আমিন
ক্বারী তোফায়েল আহমেদ কলিম
ক্বারী আবুল কালাম
ক্বারী ইসহাক মাহবুব
ক্বারী সাজ্জাদ নুর
ক্বারী ছাদিক আলম
হা.পাবেল আহমদ
হা.রায়হান আহমদ

পরিশেষে কুরশী ইসলামপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা রশিদ আহমদ সাহেবের দোয়া ও সভার সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656