


নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় শেখ রাসেল এঁর ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১৮ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসন এঁর উদ্যোগে “শেখ রাসেল দিবস ” ২০২১ উপলক্ষে পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, কেক কাটা পর পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা। উপজেলা তথ্য ও প্রযুক্তি সহকারী প্রোগ্রামার শুভেন্দু হালদার এঁর সঞ্চালনায় শেখ রাসেলের স্মৃতিচারণ করেন, নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নওরীন জামান মাহি। উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

