
হাওড় বার্তা
হাওড় বার্তা ডেস্কঃ সুনামগঞ্জ থেকে প্রকাশিত নিবন্ধনকৃত হাওড় বার্তা পত্রিকা'র বিশেষ প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন মোঃ আবু খালেদ।
অদ্য ২৬শে নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা শান্তিগঞ্জে আবু খালেদের বন্ধুদের আয়োজনে আনন্দ পাটি আয়োজন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্তিত ছিলেন হাওড় বার্তা পত্রিকা'র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান ও শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন।
এসময় আবু খালেদ পরিচালনায় বক্তব্যে রাখেন হাওড় বার্তার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান তিনি বলেন, হাওড় বার্তা পত্রিকাটি সুনামগঞ্জ হতে প্রকাশিত এই পত্রিকায় পরিচালনা করছেন সুনামগঞ্জ জেলার একঝাঁক তরুণ গণমাধ্যমকর্মী'রা। আর তারুণ্যই হলো আমাদের ভবিষ্যতের একমাত্র আশা। তাই তরুণদের কে নিয়ে আমাদের হাওড় বার্তার পত্রিকা অনেকটা উন্নতির পথে। এছাড়া তিনি এমআর কে এস, ফ্রেন্ডস ক্লাব কে উদ্দেশ্য করে বলেন আপনার আমাদের বিশেষ প্রতিনিধি আবু খালেদ কে সাপোর্ট করবেন এবং নিউজ দিয়ে পাশে থাকবেন, আর দোয়া করবেন আমরা হাওড় বার্তাকে দেশে সেরা পত্রিকা হিসাবে তুলে ধরে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারি।
এসময় বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হুসাইন এবং এমআর কে এস, ফ্রেন্ডস ক্লাবের সদস্য মোহাম্মদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন এমআর কে এস, ফ্রেন্ডস ক্লাবের সদস্য,রুহেল আহমদ, কাওছার আহমদ, শামসুদ্দোহা রিয়াজ, আব্দুল বাসিত, সুজন কুমার দাস, সাইফুল ইসলাম তুহিন, এসআই মুন্না, সাদেক আহমদ, সন্দিপ দাস, চয়ন কৃষ্ণ দাস, প্রমুখ।
এস আই আর/২৬শে নভেম্বর ২১খ্রিঃ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।