
হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদনঃ ৩য় ধাপে ইউপি নির্বাচনে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৪নং পূর্ব পাগলা ইউপি নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাশিকুল ইসলাম কে পরাজিত করে, (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব মাসুক মিয়া জয়ী হয়েছেন।
প্রাথমিকভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইউনিয়নের ৯টি কেন্দ্র মিলে আনারস প্রতীকে মোট প্রাপ্ত ভোট ৪২৫৪ ও রাশিকুল ইসলাম নৌকা প্রতিকে ৩৮৬৬ ভোট এবং আক্তার হোসেন চশমা ২১৬৭টি। ৩৮৮ ভোটে আনারস বেসরকারিভাবে জয় লাভ করেছে।
নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সকাল ৮ থেকেই বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।
শহিদুল ইসলাম রেদুয়ান /২৮শে নভেম্বর ২১খ্রিঃ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।