শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডে আ’লীগের কর্মীসভা

মো: আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল জলিল জালাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

কর্মীসভা শুরুর পূর্বে ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিলসহকারের দলীয় নেতাকর্মীরা এসে কর্মীসভাস্থলে জড়ো হন।

এলাকার মুরব্বী আওয়ামী লীগ নেতা হাজী আফতাব আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মশাহিদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শের আলী, সাবেক কার্যনির্বাহী সদস্য শেখ শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল রুসন চেরাগ আলী, রফিক আলী, রফিক হাসান, ইয়াছিন আলী, ইছাক আলী, আব্দুল হাই আবুল, সাইদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা সায়েস্তা মিয়া, কৃষক লীগ নেতা কমর উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল।

কর্মীসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম। সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656