শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

আনোয়ারায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জেবায়ের আহমদের সভাপতিত্বে ও উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

বক্তব্য রাখেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী,ইউপি সদস্য মোহাম্মদ মিজান, সাজিয়া চৌধুরী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আপনারা সব সময় মনে রাখবেন জনগণ কর্তৃক ক্ষমতা নয় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তা আপনারা সঠিকভাবে পালন করবেন। আপনারা জানেন,আনোয়ারা উপজেলা জন্মনিবন্ধন বাস্তবায়নে সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে।আমরা চাইব আগামীতেও এই স্থান ধরে রাখতে হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656