শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

নাসিরনগরে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ রাসেল মিয়া(৮) নামে মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত দুই বছর ধরে টেকপাড়া গ্রামের মাটির রাস্তা দিয়ে ইটভাটার জন্য মাটি আনা-নেওয়া করা হচ্ছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ১৪ ফেব্রুয়ারি সকালে ট্রাক দিয়ে ইটভাটায় মাটি নেওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ বিল্লাল মিয়ার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোঃ রাসেল মিয়া নামে এক মাদ্রাসার শিক্ষার্থী মারা যায়। পরে নাসিরনগর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ট্রাকের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ মামলা করেনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656