শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ভালবাসা দিবসের অনুষ্ঠান চলাকালে শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের আত্মহত্যা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি। 

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে জহুরুল মন্ডল(১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

সোমবার সকালে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। নিহত জহুরুল পাবনার আতাইকুলা উপজেলার বামনডাঙা গ্রামের জাললা মন্ডলের ছেলে।

জহুরুল হত্যা মামলার আসামী ছিলেন। তিনি ২০২১ সালের ৩০সে নভেম্বর শিশু উন্নয়ন কেন্দ্রে আসেন। তার হত্যা মামলা বিচারাধীন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান জানান, সকালে ভালোবাসা দিবস উপলক্ষে শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে অনুষ্ঠান চলছিলো।

অনুষ্ঠান চলাকালীন সময়ে জহুরুল নিজ কক্ষে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে শিশু উন্নয়ন কেন্দ্রে অনান্য কিশোরের দেখতে পেয়ে ঝুলন্ত দেহ নামিয়ে কর্মকর্তাদের খবর দেয়।

জহুরুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656