শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

তামান্না নুরের সাফল্য যশোর বাসির অহংকার বললেন- নাজমা খানম 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

মনিরামপুর উপজেলা প্রতিনিধি 

পা দিয়ে লিখে এ নিয়ে টানা চতুর্থবার জিপিএ ৫ পেয়ে চমকে দিয়েছেন তামান্না- শিক্ষা মন্ত্রীর ফোন

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছেন তামান্না নূর। পা দিয়ে লিখে এ নিয়ে টানা চতুর্থবার জিপিএ ৫ পেয়ে চমকে দিয়েছেন তামান্না।

উল্লেখ্য তামান্না পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি তে পা দিয়ে লিখেই জিপিএ ৫ পেয়েছেন।।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা ফোন করে খোজ নেন তামান্না নুর এর।প্রধানমন্ত্রী ফোন পেয়ে হতবাক হয়ে গিয়েছিলো তামান্না,গত কাল শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি ফোন করে খোজ খবর নেন।আজ পর্যন্ত যশোরের কোনো বড় নেতার নজরে আসেনি তামান্নার এই বিরাট সাফল্য ইতিহাস।খোজ খবর নিয়ে যানাজাই মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাবা নাজমা খানম তামান্নার খোজ খবর নিতে ছুটে গিয়েছিলো তামান্নার গ্রামের বাড়ি বাঁকড়াতে ।এসময় জনাবা নাজমা খানম তামান্নাকে বলেন তুমি আমাদের যশোর বাসির অহংকার আমাদের দেশে হাত থাকতে হাজার হাজার মানুষ যেখানে জি পি এ ৫ পাই না।সেখানে তুমি পা দিয়ে লিখে জি পি এ ৫ পেয়েছো।এটা আসলে বলার মতো কোনো ভাষা আমার জানানাই।এই অবিশ্বাস্য সাফল্য তুমি বাস্তবে দেখিয়ে দিয়েছো।আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো তিনি যেনো তুমাকে উচ্চশিক্ষায় শিক্ষত করার জন্য সহযোগিতা করেন।আমি শতভাগ আশাবাদি মাননীয় প্রধানমন্ত্রী তুমাকে সমস্ত দিক থেকে সহযোগিতা করবেন।আমরা তুমার পাসে আছি থাকবো,সাতে সারা দেশ বাসির দোয়া তুমার সাতে আছে।যারা ফেইজবুক সহো সোশ্যাল মিডিয়ায় তুমার পোস্ট গুলা করেছেন বা যে সকল সংবাদমাধ্যম তুমার সাফল্য তুলে ধরেছেন তাদের প্রতি আমার শ্রাদ্ধ ও অফুরন্ত ভালবাসা।আমি ধন্য তুমার মতো তামান্না যে জেলাতে জন্ম সেই জেলাতে আমার জন্ম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656