শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে মানিক এমপি

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে
ছবি ফাইল:- সুনামগঞ্জ ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক। 

ছাতক প্রতিনিধি:- সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রওশন কমপ্লেক্সে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দীন আহমদ, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম উপজেলা আওয়ামিলীগ সম্মেলন প্রস্থতি কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর ও কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা রুহুল আমিন, সুনামগঞ্জ জর্জ কোর্টের এ পি পি এডভোকেট সায়াদুর রহমান ছায়াদ,এস আর ডি এস এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামছু মিয়া, উপজেলা ছাত্রলীগেরর আহবায়ক তজ্জমুল হক রিপন, সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ ও ব্যবসায়ী আশরাফুজ্জামান ভূইয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ফজল উদ্দিন, ইউপি সদস্য ও ক্লাবের সহ-সভাপতি অজিত কুমার দাস, এইচ এম খালেদ, মাস্টার আবু খালেদ, আব্দুস ছালিক মিলন, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেন শুভ, আক্তার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাদশাহ মিয়া, সদস্য রুবেল আহমদ, জামরুল ইসলাম রেজা, প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের উত্তর উত্তর সাফল্য কামনা করি। পাশাপাশি সংবাদ কর্মি রা বস্তু নিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। শুধু নেতিবাচক সংবাদ প্রকাশ না করে সরকারের ইতি বাচক দিক গুলো ও তোলে ধরতে হবে। যার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। উন্নয়নের কাজে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656