শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

কি হবে এই শিক্ষা দিয়ে! -মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী

হাওড় বার্তা ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১ মে, ২০২১
  • ৯৪৯ বার পড়া হয়েছে

 

 কি হবে এই শিক্ষা দিয়ে!
মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী

 

কি হবে এই শিক্ষা দিয়ে!
যে শিক্ষা মা-বাবাকে ঘর থেকে
দিবে বের করে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
যে শিক্ষা দিবে হাতে
অস্ত্র তুলে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
যে শিক্ষা দিবে হাতে
মদের বোতল তুলে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
যে শিক্ষা ঘুষের পথ
দিবে খুলে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
যে শিক্ষা নারীর ইজ্জত দিবে
নষ্ট করে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
যে শিক্ষা দুর্নীতির পথ যদি দেয়
সহজ করে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
বিয়ের পূর্বে পেটে যদি
বাচ্চা আসে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
মিথ্যা দিয়ে সত্যটাকে যদি
ঢেকে রাখে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
রক্ষক যদি ভক্ষক সেজে
ভোগ- বিলাসে মত্ত থাকে।

কি হবে এই শিক্ষা দিয়ে!
সুশিক্ষার প্রভাব যদি না থাকে
নিজের কাছে।

সুশিক্ষাই পারে সমাজটাকে বদলে দিতে
সমাজটাকে বদলাতে হলে
নিজেকে আগে বদলাতে হবে
তবেই সমাজ বদলে যাবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656