


সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
শপথ নিলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১মার্চ (মঙ্গলবার) বিকেল ৪ টার সময় তাহিরপুর উপজেলার নবনির্বাচিত সাত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তগণ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শপথ নিয়েছেন তাহিরপুর সদর ইউনিয়নে মো. জুনাব আলী, বাদাঘাট ইউনিয়নে মো. নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নে মো. মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়নে ইউনুছ আলী, শ্রীপুর উত্তর ইউনিয়নে আলী হায়দার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আলী আহমদ মুরাদ ও বালিজুরী ইউনিয়নে আজাদ হোসাইন।শপথ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত সাত ইউপি চেয়ারম্যানগনকে ফুলেল শুভেচ্ছা জানান।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

