রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ৭ই মার্চ ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪৪২ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি।

আবু খালেদ:- শান্তিগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, থানার ওসি তদন্ত মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, ইউপি সচিব কামাল খান, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656