


হাওড় বার্তা
বুধবার (২ মার্চ) গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে গভর্ণিং বডির সভাপতি ড. শাব্বির আহমদ এর সভাপতিত্বে ও আল ফজল ছাত্র সংসদের জি.এস আবুল হাসান মুহাম্মদ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইসমাঈল ফারদী সুমিম ও ইসলামিক সংগীত পরিবেশন করেন মানসুর আহমদ সাগর।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল,সাবেক চেয়ারম্যান,ছাতক উপজেলা উপজেলা পরিষদ।
নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী,ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু ছালেহ মোঃ আব্দুস সোবহান, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আল ফজল ছাত্র সংসদের ভি.পি হাফিজ বিলাল হোসেন ও নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফিজ নাঈমুর রহমান, মাসুদ আহমদ,মাসুমা সিদ্দিকা।
এইসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল আজিজ, আরবি প্রভাষক মাওলানা মঈনুল হক মুমিন, বাংলা প্রভাষক শাহজাহান তালুকদার, ইংরেজি প্রভাষক রাজিবুর রহমান, মোঃ জাকির হোসাইন, মাওলানা ওলি উল্লাহ,জামাতউল্লাহ,মাওলানা শামসুল হক,মাওলানা মিসবাহ উদ্দিন ,ক্বারী আব্দুল হাকিম,শাহজাহান আলী, সাবেক ভিপি লোকমান হোসাইন, সাবেক ভিপি মাওলানা হাবিবুর রহমান,ছাত্রনেতা আরাফাত আহমদ, আব্দুল মমিন, আব্দুল বাসিত জাকারিয়া আহমদ,প্রমুখ।
উল্লেখ্য, আলিম ও ফাজিল ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান শেষে সবক্বদান করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী।
শহিদুল ইসলাম রেদুয়ান /২মার্চ ২০২২খ্রিস্টাব্দ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

