শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জে জাসদ কর্মীসভায় সাবেক তথ্যমন্ত্রী- হাসানুল হক ইনু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রিয় সংসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, দেশে গনতন্ত্রের বাগান থেকে রাজাকার বিতাড়িত করতে হবে, অর্থনীতির বাজার থেকে দুর্নীতি বিদায় করতে হবে, রাজনীতি থেকে গোন্ডামী বিদায় করতে পারলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।

আজ ১১ ই মার্চ রোজ শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরী সেমিনার হলে জাসদ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা জাসদ সভাপতি এনামুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট রুহুল কবির তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটি’র সহ সভাপতি লোকমান আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা আনোয়ারুল ইসলাম, জাসদনেতা ওয়াহিদুল কবীর প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656