শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ভারতে অনুপ্রবেশ করায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:- সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় কাটাঁতারের বেড়া অতিক্রম করে রাতের আধাঁরে ভারতে অনুপ্রবেশ করার দায়ে বাংলাদেশী এক যুবককে পিঠিয়ে হত্যা করেছে ভারতীয় কিছু যুবকরা। নিহত যুবকের নাম মো. ঝনিক মিয়া (২৫)।

সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে। সোমবার সকালে তাহিরপুর উপজেলার ভাঙ্গারঘাট কোয়ারী এলাকার জিরো পয়েন্টে তাকে মেরে ফেলে রেখে যায় ভারতীয় যুবকরা।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রোববার (১৩ মার্চ) রাতে কোনো এক সময় বাংলাদেশী এই যুবক ঝনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার ভারতীয় যুবকরা তাকে চোর সন্দেহে বেদড়ক পিটিয়ে মেরে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারী নামক স্থানে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে নিহতের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি জেনেই সীমান্ত বাহিনী বিজিবিকে অবহিত করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহিদুল ইসলাম রেদুয়ান /১৪ই মার্চ ২০২২ খ্রিস্টাব্দ। 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656